
গণবিপ্লব অনলাইন ১৯ ডিসেম্বর : পিকনিকের নাম করে গোপন রোকন সম্মেলন চলাকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী পিকনিক স্পট থেকে জামায়াতের নেতা ও রোকন সদস্যসহ ৮৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত তাদের আটক করা হয়।
এ সময় বেশকিছু ইসলামিক বই, লিফলেট ও তাদের ব্যবহৃত ২টি মিনিবাস, ৩টি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করা হয়।
দিনাজপুর নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান গনবিপ্লবকে জানান, স্বপ্নপুরীর ভেতরে পিকনিকের নাম করে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রোকন সম্মেলন করতে যান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমানসহ দিনাজপুর ও জয়পুরহাটের জামায়াতের ৮৩ জন নেতা ও রোকন সদস্য।
গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টায় স্বপ্নপুরীতে রোকন সম্মেলন চলাকালীন তাদের ঘিরে ফেলে পুলিশ। প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে বিকfল ৪টায় সেখান থেকে তাদের আটক করে নবাবগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গণবিপ্লবকে জানান, আটককৃতদের মধ্যে ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং অন্যদের ছেড়ে দেয়া হয়।