স্টাফ রিপোর্টার:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ প্রতিযোগীতায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হওয়ায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেনকে অভিনন্দন জানিয়েছেন এলেঙ্গা প্রেসক্লাব । বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি দাশ পবিত্র, সাবেক সভাপতি সুমন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মামুন, জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন আমার এই অর্জন টাঙ্গাইলবাসীর জন্য। সেইসাথে বাংলাদেশের ডিসিদের মধ্যে প্রতিযোগীতায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সকলের দোয়া কামনা করেন তিনি।