ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইল স্টেডিয়ামে মঙ্গলবার(১০ নভেম্বর) অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে উত্তর বারিধারা ক্লাবকে ট্রাইব্রেকারে হারিয়ে বিকেএসপি সেমিফাইনালে উঠেছে।
নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য ড্র ছিল। সারা খেলায় বিকেএসপির তুলনায় উত্তর বারিধারা অপেক্ষাকৃত প্রাধান্য বিস্তার করে খেলে। গোলের একাধিক সুযোগ পেয়েও তারা নষ্ট করে। উত্তর বারিধারার শীতল প্রথমার্ধের এগারো মিনিটে বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে টোকা দিয়ে গোল করতে চেষ্টা করে। বিকেএসপির গোলরক্ষক সে প্রচেষ্টা নস্যাৎ করে দেয়। ১৪ মিনিটে শীতলের আরেকটি প্রচেষ্টাও ব্যর্থ হয়। এরপর থেকে বিকেএসপি গোলের কয়েকটি সুযোগ নষ্ট করে। উত্তর বারিধারার শীতল ও সেন্টু প্রথমার্ধে তিনটি সুযোগ হাতছাড়া করে। ফলে প্রথমার্ধের খেলা গোলশূণ্য ড্র থাকে(০-০)।
দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় খেলা মাঝমাঠে সীমাবদ্ধ ছিল। ৪২ মিনিটে উত্তর বারিধারা কর্ণার কিক লাভ করেও তা থেকে গোল করতে পারেনি। ৪৩ মিনিটে ডি-বক্সের বাইরে বিকেসেপি ফ্রি-কিক পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ৫৪ মিনিটে একই দলের মিথুনের শট গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে অঅটকে দেয়। বিকেএসপি ৬৭, ৬৯ ও ৮০ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য ড্র থাকলে ট্রাইব্রেকারে খেলার ফলাফল নিষ্পত্তি হয়।
ট্রাইব্রেকারে বিকেএসপি ৩-২ গোলে উত্তর বারিধারা ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। বিকেএসপির মিথুন, সোহান ও জুয়েল গোল করে। দলের রহমত ও তরিকুল গোল করতে ব্যর্থ হয়। পক্ষান্তরে উত্তর বারিধারা ক্লাবের জাবেদ ও রহিদ গোল করে। দলের সৌরভ, শীতল ও জহির গোল করতে ব্যর্থ হয়। উত্তর বারিধারা ক্লাবের গোলরক্ষক রাজিব দুইটি নিশ্চিত গোল প্রতিহত করে।
খেলা পরিচালনা করেন, ফিফা রেফারী ফেরদৌস আহমেদ। সহকারি রেফারী ছিলেন সুলতান মাহমুদ ও হারুন অর রশিদ।
এদিকে, প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় উপস্থিত দর্শকরা মাঠে ৫ জন রেফারির উপস্থিতি দেখে অবাক হন। নিয়ম অনুযায়ি খেলায় নির্ধারিত ৪ জন রেফারি মাঠে থাকার কথা। কিন্তু রেফারিদের অদক্ষতায় মাঠে রেফারিদের জার্সির রঙ মিলিয়ে একই রকম জার্সি গায়ে ঢাকার উত্তর বারিধারা ক্লাবের গোলরক্ষক মাঠে নামেন। এতে দর্শকরা চরম বিভ্রান্তিতে পড়েন। সেই সাথে ফিফা’র নিয়ম লঙ্ঘিত হয়।
বৃহস্পতিবারের(১২ নভেম্বর) খেলায় অংশগ্রহণ করবে, ঢাকা টিম বিজেএমসি ক্লাব এবং ঢাকা টিঅ্যান্ডটি ক্লাব।