ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইল ষ্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় খেলায় টাঙ্গাইলের ইয়ুথ ক্লাব ৫-২ গোলে ইয়ং মেন্স ফকিরের পুলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। দলের পক্ষে নাইজেরিয়ান ফরোয়ার্ড ডিডন হ্যাট্রিক করে। প্রথমার্ধে ইয়ুথ ক্লাব ২-১ গোলে এগিয়ে ছিল। দলের পক্ষে রণি ও ডিডন পর পর দুটি গোল করে দলকে এগিয়ে নেয় ২-০। এরপর থেকে উভয় দলই আক্রমনাত্মক খেলা খেলতে থাকে, ফলে খেলা জমে ওঠে। ইয়ং মেন্স ফকিরের পুলের পক্ষে গালিব গোল করে ব্যবধান কমায় ২-১। দ্বিতীয়ার্ধে ইয়ং মেন্স ফকিরের পুলের নাইজেরিয়ান ফরোয়ার্ড এ্যারন গোল করলে খেলায় সমতা ফিরে আসে ২-২। ইয়ুথ ক্লাবের নাইজেরিয়ান ফরোয়ার্ড ডিডন বাঁ পায়ের দূরপাল্লার শটে গোল করলে তারা ৩-২ গোলে এগিয়ে যায়। খেলার ইনজুরি টাইমে ডিডন রক্ষণ ভাগের কয়েকজনকে কাটিয়ে গোল করায় তার হ্যাট্রিক পূরণ হয়। দল ৪-২ গোলে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ইয়ুথ ক্লাবের রুবেল ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের টোকায় গোল রক্ষককে পরাস্ত করে ৫-২ এগিয়ে যায়। অবশিষ্ট সময় আর কোন গোল না হওয়ায় ইয়ুথ ক্লাব ৫-২ গোলে ইয়ং মেন্স ফকিরের পুলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে। দর্শকরা খেলাটি আনন্দঘণ পরিবেশে উপভোগ করেছে।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ফিফা রেফারী জসিম উদ্দিন। সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন ফিফা রেফারী নুরুজ্জামান ও শাহ্ আলম।
সোমবার একই সময়(২.৩০মি.) টাঙ্গাইল স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল ক্লাব টাঙ্গাইল ও পুলিশ এসি ক্লাব ঢাকা প্রতিদ্বন্দ্বিতা করবে।