দেলদুয়ার সংবাদদাতাঃ
দেলদুয়ার-টাঙ্গাইল সড়কে জোড়াতালি সংস্কারেই প্রায় এক যুগ পার করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কয়েক দিনের বৃষ্টিপাতে সড়কটি যান চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষত টাঙ্গাইল শহরে প্রবেশের আগে বেপারিপাড়া এলাকার সড়কের অবস্থা একেবারেই যাচ্ছেতাই। উপজেলা প্রশাসন রাস্তাটি স্থায়ী সংস্কারের ব্যাপারে লিখিত ও মৌখিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোনো সুফল পাচ্ছে না। বারবার নিম্নমানের ইট বালু পাথর দিয়ে মেরামত করায় দুই মাস পরেই সড়কটিতে আবারো সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
শুরুতেই রাস্তাটি নিম্নমানের ইট, বালু, পাথর দিয়ে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে; ফলে কিছু দিন পরেই ভাঙন শুরু হয়। আর তখন থেকেই নামেমাত্র জোড়াতালি দিয়েই সংস্কার করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খানাখন্দে ভরা জনগুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক ও জনপথ বিভাগের অধীনে রাস্তা রয়েছে প্রায় ৩৭ কিলোমিটার। এর মধ্যে সবচেয়ে ব্যস্ততম রাস্তা হচ্ছে দেলদুয়ার-টাঙ্গাইল সড়কটি। আর এ রাস্তাটিই এখন জনদুর্ভোগের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
ইটের খোয়া উঠে গিয়ে রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চাকার ভেতর ইটের খোয়া বিঁধে ও গর্তে পড়ে চাকা নষ্ট হচ্ছে। এ দিকে দুই পাশের রাস্তা প্রশস্থ না হওয়ায় দুটি যানবাহন একসাথে পার হচ্ছে ঝুঁকি নিয়ে। সড়ক জরাজীর্ণ হওয়ায় ১০ মিনিটের পথ পাড়ি দিতে হচ্ছে ২০ মিনিটে।
রাস্তাটির দুর্দশার ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শাজাহান মিয়া, সোহেল, রাশেদ, আমির হামজা নামে বেশ কিছু গাড়ি চালক। তারা বলেন, দীর্ঘ দিন ধরে রাস্তাটির একই অবস্থা। খানাখন্দ থাকায় ক’দিন পরপর গাড়ি নষ্ট হচ্ছে। আমরা রাস্তাটি পুঃনির্মাণের দাবি জানাচ্ছি।
সরকারি-বেসরকারি কর্মকর্তাদের উপজেলায় প্রবেশ করার ও উপজেলাবাসীর সার্বিক প্রয়োজনে জেলা শহরের দিকে যাওয়ার এটাই হচ্ছে প্রধান সড়ক। জেলা নেতৃবৃন্দ ও মন্ত্রী এমপিরা বিভিন্ন প্রয়োজনে এ পথ দিয়ে দেলদুয়ার প্রবেশ করলেও তাদের চোখে পরছে না এই সড়কটি।
দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমদ বলেন, রাস্তাটির অবস্থা খুবই করুণ। উপজেলা, জেলা সমন্বয় কমিটিতে ও যোগাযোগ মন্ত্রণালয়ে লিখিতভাবে রাস্তাটির সংস্কারের ব্যাপারে বারবার আবেদন করেও আমরা কোনো ফল পাচ্ছি না। আমি প্রত্যাশা করছি, কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের ব্যাপারে মনযোগী হবে।