গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পরিচালনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (৮মার্চ) সকালে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের ছোনাট গ্রামে গ্রামীণ জনপদের নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এসসিডব্লিউএইচআর প্রকল্পের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও দি ডেইলি নিউ নেশন পত্রিকার প্রতিনিধি ড. কামরুজ্জামান, দৈনি প্রগতির আলোর প্রকাশক মো. আনোয়ার সাদাত ইমরান, সাংবাদিক এহসানুল হক খান শাহীন।
ছোনাট অধিকার সুরা কমিটির সভাপতি পারুল আক্তারের সভাপতিত্বে অনান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, ছোনাট অধিকার সুরা কমিটির সাধারণ সম্পাদক সূর্য ভানু, বেলতা অধিকার সুরা কমিটির সাধারণ সম্পাদক আমেনা বেগম, ছোনাট কিশোরী কাবের সভাপতি তাসলিমা আক্তার, সাধারণ সম্পাদক অন্তরা বেগম প্রমুখ। পরে গ্রামীণ নারীদের অংশ গ্রহনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।