
টাঙ্গাইল সদর উপজেলার ২ নং গালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো. রকিবুর রহমান খান তন্ময়কে টাকা এবং ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিয়ে বরণ করে নিয়েছে ১ নং ওয়ার্ডবাসী। দ্বিতীয়বারের মত নির্বাচিত হওয়ার পর এলাকাবাসীর রেওয়াজ অনুযায়ী তাকে এভাবেই বরণ করে নেওয়া হয়।
নির্বাচিত ইউপি সদস্য রকিবুর রহমান খান তন্ময় গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে তালা প্রতীক নিয়ে এক হাজার ১৬৬ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর ফারুক মোরগ প্রতীক নিয়ে ৯৫৯ ভোট পেয়েছেন। এ ওয়ার্ডের মোট ভোটার ২ হাজার ৬৪৮ জন। এর মধ্যে ২ হাজার ১৮৬ ভোটার ভোট প্রয়োগ করেন।

নির্বাচিত ইউপি সদস্য রকিবুর রহমান খান তন্ময়কে সোমবার বিকালে বার্থা ও রাহ্মনকুশিয়া এলাকা ঘুরিয়ে টাকা ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন খান, আলহাজ আকবর আলী খান, দেলোয়ার খান, ফারুক খান, মোকরম মিয়া, শুকুর মাহমুদ (উস্তাদ) জানান, এলাকাবাসীর রেওয়াজ অনুযায়ী নবনির্বাচিত মেম্বারকে এভাবেই সংবর্ধনা দেওয়া হয়। নির্বাচিত হওয়ার আনন্দে আমরা এলাকাবাসী রকিবুর রহমান খান তন্ময়কে গলায় টাকা ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিয়েছি। এলাকাবাসী নিজেদের সামর্থ অনুযায়ী স্বেচ্ছায় ইউপি সদস্যদের গলায় টাকার মালা পরিয়ে দেয়।

১ নং ওয়ার্ডের মো. আনিছ, ছোহরাব শিকদার, ধলা, রেজাউল, ফিরোজ, মিজান, জহির, রহমান, বাদশা, রঞ্জু ,শাহালম, জালাল বলেন, এলাকার রেওয়াজ অনুয়ায়ী যে ব্যক্তি নির্বাচিত হবেন, তাকে এলাকায় ঘুরে সংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনা মালাতে এক হাজার টাকা, ৫০০ টাকা, ১০০ টাকা, ৫০ টাকা, ২০ টাকা, ১০ টাকার নোট দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে গালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো. রকিবুর রহমান খান তন্ময় বলেন, নির্বাচনে ভোটাররা দ্বিতীয়বার আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। নির্বাচিত হওয়ার পর পুনরায় তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। এজন্য ফুলেল শুভেচ্ছার পাশাপাশি টাকার মালাও দিয়েছেন। আমি কাজের মাধ্যমে এ ঋণ শোধ করার চেষ্টা করবো।