ধনবাড়ী প্রতিনিধিঃ
টাঙ্গাইল-জামালপুর সড়কে ধনবাড়ী উপজেলার নলহরা নামকস্থানে সোমবার(২৩ নভেম্বর) বিকালে মালবোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, ধনবাড়ী পৌরসভার টাকুরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে লালন মিয়া (২৯) এবং মৃত শামছুল হকের ছেলে গোলাম মোস্তফা মিন্টু (২৬)।
ধনবাড়ী থানার এএসআই প্রদীপ কুমার পাল জানান, সোমবার(২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের নলহরা নামক স্থানে একটি মাল বোঝাই টাঙ্গাইলগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করলেও দ্রুতগামী ট্রাকটি পালিয়ে যায়।