বুলবুল মল্লিকঃ
টাঙ্গাইল সদর উপজেলার পশ্চিমাঞ্চলের জনপদে দীর্ঘ ১৬ বছরেও চরমপন্থীদের উপদ্রব বন্ধ হয়নি। রাতের আঁধারে অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে বাঘিল, দাইন্যা, হুগড়া, গালা ও কাকুয়া ইউনিয়নের কয়েক লাখ মানুষের আতঙ্কে দিন কাটছে। র্যাব-পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটলেও দলের শীর্ষস্থানীয় প্রায় ২৩ চরমপন্থী রয়েছে অধরা। চরমপন্থীদের ভয়ে এলাকা ছেড়ে বিদেশে বা অন্যত্র পাড়ি জমিয়েছে শতাধিক তরুণ-যুবক।
অনুসন্ধানে জানাগেছে, বিগত ২০০০ সালের ৫মে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মজনুকে হত্যার মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি(সর্বহারা-লালপতাকা) প্রকাশ্যে আসে। দীর্ঘ ১৬ বছরে অন্তত ২০জন সাধারণ মানুষ খুন হন। এরপর মজনু চেয়ারম্যান হত্যা মামলার সাক্ষী বাঘিল ইউনিয়নের যুগনী গ্রামের পনির(৪৬)কে কুপিয়ে ও গুলি করে শহরের কলেজপাড়ায় চরমপন্থীরা হত্যা করে। এর ধারাবাহিকভাবে নানা সময়ে বাঘিল ইউনিয়নের খোর্দ যুগনী গ্রামের বাবলু(৩৮), গাগরজান গ্রামের খালেক(৪০), গুচ্ছগ্রামের কাঙ্গালিয়া(৫০), কোনাবাড়ী কাশেমপাড়া কৃষ্ণপুর গ্রামের সেলিম(২৩), খোর্দ যুগনী গ্রামের ইদ্রিস(৪০), কৃষ্ণপুর গ্রামের শামছুল আলম(৪৬), গাগরজান গ্রামের মফিজ উদ্দিন(৫৭), ছিটকীবাড়ী গ্রামের ওমর আলী(৩৬), কাঠুয়া যুগনী গ্রামের জামেলা বেগম(৩৭), বাঘিল ইউপির সাবেক মেম্বার মইষা সেক গ্রামের ইকবাল মেম্বার(৩৩), গোপালপুর শিবপুর গ্রামের শামছুল আলম(৪৩), খোর্দ যুগনী গ্রামের বুদ্দু(৩২), সাপুয়া গ্রামের বজলু(২৬); হুগড়া ইউনিয়নের সাবেক মেম্বার হুগড়া গ্রামের ফুলচান মেম্বার(৫০), একই গ্রামের আব্দুল হক সাব(৩৮); দাইন্যা ইউনিয়নের দাইন্যা দর্জিপাড়া গ্রামের ফজলু(৩৭), দাইন্যা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন(৪৮) এবং মাহমুদ নগর ইউনিয়নের বহুলী গ্রামের পল্লী চিকিৎসক ইকবাল(৩৭) প্রমুখকে চরমপন্থীদলের সদস্যরা নানা স্থানে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এসব হত্যাকান্ডের ঘটনায় মামলা হলেও অধিকাংশ মামলায় সাক্ষীদের ভয় দেখিয়ে দেশছাড়া ও মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়। কোন কোন মামলার রায় ঘোষণা হলেও অধিকাংশ দন্ডপ্রাপ্তরা রয়েছে অধরা।
এ সময়ে চরমপন্থীদলের ৪ সদস্য দলের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হাতে নিহত হয়। তারা হচ্ছেন, বাঘিল ইউনিয়নের খোর্দ যুগনী গ্রামের ফজল(৫০), একই গ্রামের বক্স(২৮), গোলাম রব্বানী(৩২) এবং গোপালপুর শিবপুর গ্রামের মোবারক(৪৩)। এছাড়া র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে ১১ জন চরমপন্থী নিহত হয়। এরমধ্যে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় ৮ চরমপন্থী। তারা হচ্ছেন, বাঘিল ইউনিয়নের খোর্দ যুগনী গ্রামের সাদ্দাম(২২), চরমপন্থীদের কাছে এমপি হিেিসবে পরিচিত ঢালানগোপালপুর গ্রামের আবুল কাশেম(২৮), মইষা গ্রামের আকবর মেম্বার(২৭) ও মনু মিয়া(৩২), এ সময় চরমপন্থীদের ৩ সহযোগী গুলিবিদ্ধ হয়; খোর্দ যুগনী গ্রামের ফজলু ড্রাইভার(৩৬) ও একই গ্রামের উজ্জল হোসেন(২১), হুগড়া ইউনিয়নের কাশীনগর গ্রামের ওমর(৩০), একই গ্রামের সেক(৩৭)। পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত হয় ৩ জন। তারা হচ্ছেন, বাঘিল ইউনিয়নের মইষা গ্রামের জিন্নত(৩৭), হুগড়া ইউনিয়নের কাশীনগর গ্রামের সোনা মিয়া(২৮) ও দাইন্যা ইউনিয়নের দ্বীতপুর গ্রামের পাগলা সোহেল(২৪)।
এদিকে, দন্ডপ্রাপ্ত ও বিচারাধীন মামলার অভিযুক্ত চরমপন্থীদলের শীর্ষ স্থানীয় অন্তত ২৩ নেতা দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে স্থানীয় পর্যায়ে অপরাধ কার্যক্রম চালাচ্ছে। তাদের মধ্যে রয়েছে, বাঘিল ইউনিয়নের যুগনী গ্রামের লতিফ ওরফে রাজু(৪৮), হায়দর(৪৩), একই ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের মজনু(২৮), ছিটকীবাড়ী গ্রামের রোজবেল ওরফে বিদ্যুৎ(৩৬), কাঠুয়া যুগনী গ্রামের জামাই শাহীন(৩১), মেকার দুলাল(২৭), যুগনী (দিঘুলিয়াপাড়া) গ্রামের শরীফ(৩২), পিচুরিয়া গ্রামের আলম(২৯), ফলিয়ারঘোনা গ্রামের রিন্টু মিয়া(৩৫), কাঠুয়া যুগনী গ্রামের জহুরুল(২৬), শাকিল(২৩), হাসান(২৪), সাপুয়া গোপালপুর গ্রামের রাসেল(২৫), যুগনী গ্রামের রুহুল(২৬), শিবপুর ঘাটের আরান মিয়া(২২); দাইন্যা ইউনিয়নের বাঘিল বাজারের শাহাদত(২৬), একই ইউনিয়নের বিন্যাফৈর গ্রামের হাশেম(৩১), দাইন্যা ঘোষপাড়া গ্রামের মতি(২৬), দাইন্যা কালীবাড়ীর শাহাদত(২৮), লাউজানা গ্রামের শাকিল; টাঙ্গাইল পৌরসভার বাইমাইল কাগমারা গ্রামের ওহাব আলী(২৮), কাগমারা গ্রামের আজাদ(২৯) এবং টাঙ্গাইল জেলা সভাপতি হিসেবে পরিচিত গালা ইউনিয়নের গালা গ্রামের শরীফ ওরফে ফরহাদ অন্যতম।
অন্যদিকে, স্থানীয় চরমপন্থীদের ভয়ে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে অনেকে। তাদের মধ্যে বাঘিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাঠুয়া যুগনী গ্রামের বাবু(৪৬) বেলজিয়াম, বাঘিল ইউনিয়নের ঢালান শিবপুর গ্রামের মামুনুর রশিদ মামুন(৩৮) ইটালি, একই ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের রুবেল আহাম্মেদ(২৬) অস্ট্রেলিয়া, রনি(২৫) মালয়েশিয়া, পিচুরিয়া টাবলাপাড়া গ্রামের লিটন মিয়া(২৬) দুবাই, কাঠুয়া যুগনী গ্রামের আ. রশিদ(২৭) সিঙ্গাপুর, দাইন্যা ইউনিয়নের দাইন্যা কালীবাড়ী গ্রামের বাবু(২৩) সিঙ্গাপুর, দাইন্যা চৌধুরী গ্রামের হাবু ইসলাম(২৮) সিঙ্গাপুর অন্যতম। এছাড়া, দাইন্যা ইউনিয়নের বাঘিল দ্বীতপুর গ্রামের হুমায়ুন কবির, বাঘিল ইউনিয়নের কোনাবাড়ীর খোরশেদ আলম, লিটন আহাম্মেদ, রানা আহাম্মেদ সহ শতাধিক ব্যক্তি চরমপন্থীদের হুমকিতে বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম জানান, জেলার চরমপন্থীদের(সর্বহারা) গ্রেপ্তারে পুলিশ মাঝে মাঝেই অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আমাদের র্যাব-১২ এর সিপিসি-৩ অত্যন্ত ভাল ভুমিকা রাখছে। এক প্রশ্নের জবাবে এসপি বলেন, যারা গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে আবার অপরাধকর্মে জড়াচ্ছে তাদেরকে মনিটর করা হচ্ছে। আসলে এটি একটি চলমান প্রক্রিয়া, অপরাধ করে কেউ পার পেতে পারেনা। যারা পলাতক রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রয়েছে।