গণবিপ্লব রিপোর্টঃ
বেসরকারি সংগঠন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পরিচালিত মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এসসিডব্লিউএইচআর প্রকল্প বাস্তবায়নে টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে শনিবার(২৭ ফেব্রুয়ারি) সকালে পোড়াবাড়ী ইউনিয়নের বেলতা মধ্যপাড়া গ্রামে আইনগত পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
পরামর্শ ক্যাম্পে সভাপতিত্ব করেন, বেলতা মধ্যপাড়া অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক শাহিদা বেগম। এ সময় গ্রামীণ নারীদের আইন সস্পর্কে ধারণা, তৃণমূল পর্যায়ে নারীরা কিভাবে সেবা পেতে পারে, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনায় কোথায় যেতে হবে, নারীর অধিকার, মানবাধিকার ও সচেতনতা সৃষ্টির লক্ষে আইনী পরামর্শ দেয়া হয়।
আইনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, অ্যাডভোকেট এমএ করিম মিয়া, অ্যাডভোকেট আব্দুল গণি আল রুহি, অ্যাডভোকেট রওশন আরা সিদ্দিকী ও অ্যাডভোকেট রীতা দে। বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন আলমগীর।
এছাড়া মর্যাদায় গড়ি সমতা, বাল্য বিয়ে, বহু বিয়ে, তালাক, দেনমোহর, ভরন-পোষন, যৌতুক, নারী ও শিশু নির্যাতন দমন আইন, নারীর প্রতি সহিংসতাসহ আইনের বিভিন্ন বিষয়ে পরামর্শ ক্যাম্পে ৫৭ জন নারীকে আইনগত পরামর্শ প্রদান করা হয়। আইন সহায়তা ক্যাম্প পরিচালনা করেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল ইউনিটের প্রজেক্ট ফ্যাসিলিটেটর আলম খান ও এহসানুল হক খান।