গণবিপ্লব রিপোর্টঃ
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মির্জা তোফাজ্জল হোসেন মুকুল গুরুতর অসুস্থ হয়ে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। প্রবীণ এই রাজনীতিকের কোমরে হাড় ভেঙ্গে গেছে, হৃদরোগ ও শ্বাসকষ্টও রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকের নিবির পর্যবেক্ষণে রয়েছেন। প্রাজ্ঞ এ নেতার রোগমুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। তার বড় জামাতা ফরিদপুর-১ (মধুখালি, আলফাডাঙ্গা ও বোয়ালমারি) আসনের সংসদ সদস্য আব্দুর রহমান এ তথ্য জানান।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মির্জা তোফাজ্জল হোসেন মুকুল ’৫২ ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং প্রবাসী মুজিবনগর সরকারের অন্যতম সংগঠক ছিলেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর ’৭২ সালে সংবিধান প্রণেতা কমিটির সদস্য ছিলেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মির্জা তোফাজ্জল হোসেন মুকুল দীর্ঘ ৩০ বছর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। তৎকালীন পাকিস্তানে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি র্পূব পাকিস্তানের সংসদ সদস্য নির্বাচিত হন। পেশায় আইনজীবী হিসেবে টাঙ্গাইল জজ কোর্টের জিপি ও টাঙ্গাইল বার সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। কর্মময় জীবনে তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি।