গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়া ‘বটতলা ক্লাব’র ২য় বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ২৭ আগস্ট সন্ধ্যায় বটতলা ক্লাব প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বটতলা ক্লাবের সভাপতি কাফি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূঁইয়া, টাঙ্গাইল পৌরসভার পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস (নোমান), কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন, অ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন সিকদার প্রমুখ।