গণবিপ্লব রিপোর্টঃ
প্রকৃতিতে সময়টা এখন শীত-গ্রীষ্মের সন্ধিক্ষণ। সে হিসেবে বাজারে শীতকালীন সবজির পাশাপাশি ওঠছে গ্রীষ্মকালীন শাক-সবজি। তবে দাম আকাশ ছোঁয়া। বাজারে বেগুন, পটল, করলা, বরবটি, ঝিঙ্গা, চিচিঙ্গা, চালকুমড়া, ডাঁটা, লালশাক, পুঁইশাক, লতিকচু, ঢেঁড়স, মুখি কচু, শসা, মিষ্টি কুমড়া, খিরা, পেঁপে, কলমি শাকসহ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে।
সরেজমিনে টাঙ্গাইল শহরের বটতলা ও পার্কবাজার ঘুরে দেখা গেছে, বাজারে গ্রীষ্মকালীন শাক-সবজি বেশ ওঠেছে। বাজারগুলোতে প্রতিকেজি বেগুন ২০ টাকা, পটল ৩০ টাকা, করলা ৪০ টাকা, বরবটি ২৫ থেকে ৩৫ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, চালকুমড়া ২৫ থেকে ৩৫, লালশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, শসা ২০ টাকা, পেঁপে ২০ টাকা, কলমি শাক ও পাট শাক ১৫ টাকা এবং প্রতিপিস মিষ্টি কুমড়া ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
ক্রেতা মাহফুজ, রবিন, রাশেদ, কালাম সহ অনেকেই অভিযোগ করেন, বাজারে গ্রীস্মকালীন শাক-সবজি প্রচুর থাকলেও দাম বেশ চড়া। কয়েকদিন আগেও দাম সহনীয় পর্যায়ে ছিল, হঠাৎই বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন।
বটতলা বাজারের খুচরা শাক-সবজি ব্যবসায়ী মোহাম্মদ আলী, পার্ক বাজারের বাবু, রমেশ জানায়, ১০ থেকে ১৫ দিন আগে বাজারে গ্রীষ্মকালীন শাক-সবজি ওঠেছে। প্রথম দিকে দাম কিছুটা কমছিল। এখন দাম কিছুটা বেশি। আমদানী কম থাকায় দাম বেড়েছে। তারা আশা করছেন, ১৫-২০ দিনের মধ্যে দাম কমবে।