বুলবুল মল্লিকঃ বাংলাদেশ ব্যাংকের নির্দেশ থাকায় কোন ব্যাংকে ধাতবমূদ্রা(কয়েন) না নেয়ায় কোটি টাকার ধাতবমূদ্রা(কয়েন) নিয়ে বিপাকে পড়েছে টাঙ্গাইলের ব্যবসায়ীরা। ধাতবমূদ্রার চাপে তাদের ব্যবসা চালানো দূরূহ হয়ে পড়েছে, ধাতবমূদ্রাগুলো অচল না হলেও বাংলাদেশ ব্যাংক না নেয়ায় প্রতিদিন ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এই কয়েনগুলো নিলে তারা অনেকটাই লাভবান হবেন বলে ব্যবসায়ীদের দাবি। তা না হলে কয়েনগুলো পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে।
টাঙ্গাইলের ক্যামিকেল ব্যবসায়ী মতিয়ার রহমান মতি বলেন, আমার কাছে দুই লাখ টাকার ০.৫০, ১.০০, ২.০০ ও ৫.০০ টাকা মূল্যমানের ধাতবমূদ্রা(কয়েন) রয়েছে। কোন ব্যাংকে না নেয়ায় ব্যবসায় যাও লাভ হচ্ছে এই পড়ে থাকা কয়েনের কারনে এখনো লোকসানে রয়েছি।
ছয়আনি বাজারের মুদি ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র ভৌমিক জানান, আমরাতো ব্যবসায়ী। ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ১শ’-২শ’ টাকার ধাতবমূদ্রা(কয়েন) না নিলে কেউ মালামাল নিতে চায়না। এজন্য আমরা বাধ্য হয়েই কয়েনগুলো নেই। কিন্তু দেখা যাচ্ছে এভাবে নিতে নিতে আমার কাছে ১০ লাখ টাকার ধাতবমূদ্রা(কয়েন) জমা হয়ে আছে। এখন এগুলো কোন ব্যাংকেও নিতে চায়না। এখন এই ১০ লাখ টাকা আমি কি করব বুঝতে পারছি না।
নাগরপুরের ধলেশ্বরী ব্রেডের মালিক মোবারক হোসেন বলেন, বিভিন্ন মুদির দোকানে ব্রেড দিলেই তারা ২ থেকে ৩শ’ টাকার ধাতবমূদ্রায়(কয়েন) দাম পরিশোধ করেন। না নিলে ব্রেড রাখবে না বলে জানিয়ে দেয়া হয়। এ অবস্থায় আমার কাছে আড়াই লাখ টাকার ধাতবমূদ্রা(কয়েন) জমা পড়েছে। ব্যাংক এগুলো না নেয়ায় কয়েনগুলো অচলই ধরতে গেলে।
পাঁচআনি বাজার ও ছয়আনি বাজার ঘুরে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানাগেছে, প্রায় সবার কাছেই ২ থেকে ১০ লাখ টাকার ধাতবমূদ্রা(কয়েন) জমা হয়ে আছে। কোন ব্যাংকে এই ধাতবমূদ্রাগুলো(কয়েন) না নেয়ায় চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছে ব্যবসায়ীরা। কয়েনগুলো ব্যাংকের মাধ্যেমে নিয়ে ব্যবসায়ীদের লোকসানের হাত থেকে বাঁচাতে সরকারের কাছে দাবি জানান ব্যবসায়ীরা।
এ বিষয়ে টাঙ্গাইল সোনালী ব্যাংকের ম্যানেজার জীবন কৃষ্ণ ভৌমিক জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা শুধু ধাতবমূদ্রাগুলো(কয়েন) বিতরন করার, কিন্তু ধাতবমূদ্রা(কয়েন) গ্রহন করার কোন নির্দেশনা না থাকায় কয়েনগুলো নিতে পারছেন না। যদি বাংলাদেশ ব্যাংক তাদের কাছে থাকা ধাতবমূদ্রা(কয়েন) গ্রহন করার নির্দেশনা দেয় তাহলে তারা নেবেন, নচেৎ তাদের কিছু করার নেই।