গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খানসহ তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় আমলী আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেয়া হয়।
অভিযুক্ত মেয়র সহিদুর টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ভাই এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্য যে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে তাঁরা হচ্ছেন, মেয়রের ঘনিষ্ঠ সহযোগী কাদের জোয়ার্দ্দার ও মেয়রের দেহরক্ষী হিসেবে পরিচিত নাসিরুদ্দিন নূরু। জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) গোলাম মাহফীজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৩০ জুলাই কাদেরকে আটক করে। পরে তাঁর বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে কাদের স্বীকার করেন, কয়েক মাস আগে শহরের কলেজ পাড়া এলাকায় মেয়রের বাসার বৈঠকখানায় তাঁর সামনেই অস্ত্র দুটি তাঁকে দেন নাসিরুদ্দিন নূরু। ঘটনার দিনই পুলিশ বাদি হয়ে মেয়রসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে।