গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল নতুন বাসটার্মিনালের যানজট নিরসনে জেলা বাস কোচ মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন টাঙ্গাইল পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন।
সোমবার(২৯ ফেব্রুয়ারি) দুপুরে মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে নতুন বাসটার্মিনালকে যানজট নিরসন করার পাশাপাশি পরিচ্ছন্নতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর সাইফুজ্জামান সোহেল, তানভীর হাসান ফেরদৌস নোমান, জেলা মিনিবার মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনি), মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজুসহ বাস কোচ মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।