ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
দ্বিতীয় দফায় টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুরের ১৩টি ইউনিয়ন পরিষদে ভোট চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা যাচ্ছে। সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীক থাকায় গ্রামীণ জনপদে ভোটের উৎসব দেখা যাচ্ছে।
২টি উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২ লাখ ৮১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৫২৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৪০ হাজার ৩৮১ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২২টি এবং ভোটকক্ষের সংখ্যা ৭৫৩টি। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৩ জন, সাধারণ সদস্য পদে ৪০৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তার মধ্যে গোপালপুর উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যন পদে ২৭ জন, সাধারণ সদস্য পদে ২২৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ২৮৫ জন এবং নারী ভোটার ৭৯ হাজার ৫৬৯ জন। ৬৫টি ভোটকেন্দ্রের ৪১০টি কক্ষে ৬৫ জন প্রিজাইডিং অফিসার, ৪১০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮২০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছে।
অপরদিকে, ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ১৮০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ২৩ হাজার ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ২৪২ জন এবং নারী ভোটার ৬০ হাজার ৮১২ জন।
৫৭টি ভোটকেন্দ্রের ৩৪৩টি কক্ষে ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬৮৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
দুই উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত টহলে রয়েছে।