গণবিপ্লব রিপোর্টঃ
ষষ্ঠ ও শেষ ধাপে অনুষ্ঠিত টাঙ্গাইল সদর, ঘাটাইল ও কালিহাতী উপজেলার ২৬ ইউপি নির্বাচনে ১৫টিতে আওয়ামী লীগ, ৫টিতে বিএনপি এবং ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সদর উপজেলায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হচ্ছেন, গালা ইউনিয়নে রাজকুমার সরকার(আ’লীগ), করটিয়া ইউনিয়নে খালেকুজ্জামান চৌধুরী মজনু(আ’লীগ), হুগড়া ইউনিয়নে তোফাজ্জল হোসেন তোফা(আ’লীগ), মগড়া ইউনিয়নে আজাহারুল ইসলাম(আ’লীগ), ঘারিন্দা ইউনিয়নে রুহুল আমীন খান খোকন(আ’লীগ), পোড়াবাড়ী ইউনিয়নে আজমত আলী(আ’লীগের বিদ্রোহী), বাঘিল ইউনিয়নে রফিকুল ইসলাম সোহাগ(স্বতন্ত্র) ও দাইন্যা ইউনিয়নে লাভলু মিয়া(স্বতন্ত্র)।
ঘাটাইল উপজেলায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হচ্ছেন, ঘাটাইল ইউনিয়নে মো. হায়দার আলী(আ’ লীগ), লোকেরপাড়া ইউনিয়নে মোহাম্মদ শরীফ হোসেন(আ’লীগ), আনেহলা ইউনিয়নে শাহজাহান তালুকদার(আ’লীগ), জামুরিয়া ইউনিয়নে ইখলাক হোসেন খান শামীম(বিএনপি), দিঘলকান্দি ইউনিয়নে নজরুল ইসলাম(বিএনপি), দেউলাবাড়ি ইউনিয়নে রফিকুল ইসলাম খান(বিএনপি), দেওপাড়া ইউনিয়নে মাইন উদ্দিন তালুকদার(আ’লীগ বিদ্রোহী) ও দিগড় ইউনিয়নে আবুল কালাম আজাদ(বিএনপি বিদ্রোহী)।
কালিহাতী উপজেলায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হচ্ছেন, দশকিয়া ইউনিয়নে আব্দুল মালেক ভূঁইয়া(আ’লীগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায়), বল্লা ইউনিয়নে চান মাহমুদ পাকির(আ’লীগ), সল্লা ইউনিয়নে আব্দুল আলীম(আ’লীগ), নারান্দিয়া ইউনিয়নে শুকুর মামুদ(আ’লীগ), গোহালিয়াবাড়ী ইউনিয়নে হযরত আলী(আ’লীগ), দুর্গাপুর ইউনিয়নে আনোয়ার হোসেন(আ’লীগ), পাইকড়া ইউনিয়নে আজাদ হোসেন(আ’লীগ), সহদেবপুর ইউনিয়নে মাসুদুর রহমান বালা(বিএনপি), কোকডহরা ইউনিয়নে নজরুল ইসলাম(বিএনপি) এবং নাগবাড়ী মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন(আ’লীগ বিদ্রোহী)।