গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে পৌরসভা নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলায় এবার ৮টি পৌরসভা নির্বাচনে ৩ ডিসেম্বর(বৃহস্পতিবার) প্রার্থীরা নিজনিজ নির্বাচনী অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার ৮টি পৌরসভায় মেয়র পদে ৩৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১০ এবং বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র ও ডামি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০৯জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
টাঙ্গাইল পৌরসভায় মেয়র পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, বিএনপির প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মাহমুদুল হক সানু, জাতীয় পার্টির প্রার্র্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, ইসলামী আন্দোলনের আব্দুল কাদের, খেলাফত মজলিশের প্রার্থী হাসানাত আল আমিন। এছাড়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জাফর আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রথম শ্রেণির এ পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৩জন ও সাধারণ কাউন্সিলর পদে ৮২জন মনোনয়নপত্র দাখিল করেন।
কালিহাতী পৌরসভায় মেয়র পদে ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আনছার আলী বিকম, বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আকবর জব্বার এবং আওয়ামী লীগ নেতা হুমায়ুন খালিদ ও শহিদুল ইসলাম শহীদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
গোপালপুর পৌরসভায় মেয়র পদে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হক ছানা, বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম রুবেল, জাসদ (ইনু) জুলহাস উদ্দিন, ইসলামী আন্দোলনের আব্বাস আলী। এছাড়া, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, যুবলীগের সদস্য বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভূঞাপুর পৌরসভায় মেয়র পদে ৫জন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বর্তমান মেয়র মাসুদুল হক মাসুদ, বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মন্ডল। এছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আজহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চঞ্চল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৮জন মনোনয়নপত্র দাখিল করেন।
ধনবাড়ি পৌরসভায় মেয়র পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র মঞ্জুরুল ইসলাম তপন, বিএনপির প্রার্থী পৌর বিএনপির আহ্বায়ক এসএমএ সোবহান, জাতীয় পার্টির (এরশাদ) অধ্যক্ষ ফেরদৌস আহম্মেদ পিন্টু। এছাড়া আ’লীগ নেতা বর্তমান কাউন্সিলর জহুরুল হক হেলাল বকল ও তার সহোদর বড় ভাই সাইফুর ইসলাম বকল(ডামি প্রার্থী) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩১জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মধুপুর পৌরসভায় মেয়র পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র সরকার শহিদুল ইসলাম শহীদ, চরমোনাই পীরের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হারুন-অর-রশিদ। এ পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪২জন মনোনয়নপত্র দাখিল করেন।
মির্জাপুর পৌরসভায় মেয়র পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাহাদৎ হোসেন সুমন, বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী মিঞা। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪জন মনোনয়নপত্র দাখিল করেন।
সখীপুর পৌরসভায় মেয়র পদে ৬জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র আবু হানিফ আজাদ, বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী পৌর কমিটির সভাপতি আয়নাল হক, ন্যাশনাল পিপলস পার্টির ফারুক হোসেন লিপু। এছাড়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।