গণবিপ্লব রিপোর্টঃ
‘আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ কেন আমারে মরন দেয়না, আমারে একফুটা বিষ আইনা দ্যান, আমি আর বাঁচতে চাই না।’ সুন্দর মুখ পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে, যন্ত্রণায় কথা বলতে না পারলেও কঁকিয়ে কঁকিয়ে এভাবেই সব সময় নিজের মৃত্যু কামনা করছেন স্বপ্না বেগম (৩০)।
বুধবার(১৩ জুলাই) সকালে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া) স্বপ্নার বাড়িতে গিয়ে দেখা গেছে, ছোট্ট একটি ছাপরা ঘরের চৌকির উপর শুয়ে কঁকিয়ে কঁকিয়ে কান্না করছেন। ঘরে ঢুকতেই পঁচা দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। স্বপ্নার স্বামী হাসান মিয়া বলেন, মুখের মাংস পচে দুর্গন্ধ বের হচ্ছে। সে কারণে এখন আর কেউ তার কাছেও আসতে চায়না।
হাসান মিয়া জানান, ১৩ বছর আগে একই পাড়ার মেয়ে স্বপ্নাকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে স্বপন (৯) তপন (৭) ও আরজিনা (৫) নামে তিনটি সন্তান রয়েছে। অভাবের সংসারে একদিন রিকশা চালিয়ে, অন্যদিন ম্যাচে গ্যাস ভরার কাজ করে ভালই কাটছিল তাদের সংসার। কিন্ত গত দেড় বছর আগে হঠাৎ স্ত্রী স্বপ্নার মুখের একপাশে গলার নীচে একটা গোটা দেখা দেয়। ব্যাথার কারণে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা করা হলেও কোন উন্নতি হয়নি। পরে এক লোকের পরামর্শে টাঙ্গাইলের বটতলার একটি হোমিও প্যাথিক ওষুধের দোকান থেকে ওষুধ এনে খেলে এক রাতের মধ্যে গোটার সংখ্যা বেড়ে যায় এবং মুখে পঁচন ধরে।
আর্থিক অবস্থা ভাল না হলেও তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের এক শতক বাড়ি বন্ধক রেখে এবং পাড়া প্রতিবেশীদের সাহায্য নিয়ে প্রথমে ঢাকা পিজি হাসপাতাল পরে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করান। দীর্ঘ দেড় বছরের চিকিৎসায় প্রায় ৫-৬ লাখ টাকা খরচ হলেও অবস্থার উন্নতি না হয়ে আরও অবনতি হয়েছে।
অজ্ঞাত এই রোগে বর্তমানে স্বপ্নার মুখের এক পাশের মাংস পঁচে দুর্গন্ধ বেরুচ্ছে। যন্ত্রণায় কথা বলতে না পারলেও কঁকিয়ে কঁকিয়ে সব সময় নিজের মৃত্যু কামনা করছেন। তিনি বলেন, এই নরক যন্ত্রণার চেয়ে মৃত্যু অনেক ভাল।
স্বপ্নার স্বামী হাসান মিয়া আরো বলেন, ইতোমধ্যে চিকিৎসা করে সর্বশান্ত হয়ে গেছি। ডাক্তার বলেছেন, ভারতের মাদ্রাজ নিয়ে চিকিৎসা করলে ভাল হতে পারে। তাতে আরও ৫-৬ লাখ টাকা লাগবে।
স্বপ্নার ছোট বোন রত্না বলেন, মুখ ও ঘাড়ের মাংস পঁচে চুঁইয়ে চুঁইয়ে রস বের হচ্ছে গন্ধে কাছে যাওয়া যায় না। টাকার অভাবে এখন চিকিৎসাও বন্ধ।
ওই এলাকার বাসিন্দা সমাজকর্মী মো. মাসুদ রানা বলেন, গরীব মানুষ- চিকিৎসা করে ইতিমধ্যে সর্বশান্ত হয়ে গেছে। আমরাও যতদূর সম্ভব সাহায্য করেছি। এখন টাকার অভাবে চিকিৎসা বন্ধ। তিনি সমাজের বিত্তবানদের এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো আহবান জানান।