গণবিপ্লব রিপোর্টঃ
‘নারীর প্রতি সহিংসতা রুখে দাড়াও’ স্লোগানে সারাদেশের ন্যায় টাঙ্গাইলে অধিকারের উদ্যোগে নারী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(৮ মার্চ) সকালে এ উপলক্ষে টাঙ্গাইল শহরের নিরালা মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার নিরালা মোড়ে এসে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ঠ কবি ও মানবাধিকার কর্মী আশরাফ চৌধুরী, মানবাধিকার কর্মী রতন সিদ্দিকী, অ্যাডভোকেট শ্যামলী আক্তার, অ্যাডভোকেট মুকুল আক্তার, রেজওয়ান আহমেদ শরীফ, সাংবাদিক মুক্তার হাসানসহ অন্যান্য সুশীল সমাজের নেতৃবৃন্দ।