গোপালপুর প্রতিনিধিঃ
রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর রোববার(২২ নভেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা কাশেম আলীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারি ক্লাব থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, পৌর শহরের সূতি কালিবাড়ির বীর মুক্তিযোদ্ধা কাশেম আলী(৬০) উপজেলা এলজিইডি’র চতুর্থ শ্রেণির কর্মচারি ছিলেন। গত বুধবার(১৮ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত তিনি অফিস করেন। এরপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ ছিল। বীরমুক্তিযোদ্ধা কাশেম আলীর ছেলে শামীম আল মামুন গত ১৯ নভেম্বর(বৃহস্পতিবার) গোপালপুর থানায় একটি জিডি দায়ের করেন। তার রহস্যজনক অন্তর্ধান নিয়ে পৌরশহরে তোলপাড় শুরু হয়।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, উপজেলা পরিষদ ভবনে অবস্থিত এলজিইডি অফিস থেকে ২০ গজ দূরের তালাবদ্ধ ওই ক্লাব ঘরে পাঁচ দিন ধরে মুক্তিযোদ্ধা কাশেম আলীর লাশ পড়ে ছিল। অথচ তার সহকর্মী অথবা ক্লাবের কর্মচারি কেউ বিষয়টি জানত না তা কি করে সম্ভব? তারা কাশেম আলীর মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবি জানান।
গোপালপুর থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, সুরত হাল রিপোর্টে লাশে কোনো আঘাতের আলামত পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে এটি হত্যা না অন্যকিছু তা জানা যাবে।