ভ্রাম্যমান প্রতিনিধিঃ আসন্ন ঈদে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও ঘরমুখো মানুষরে যাত্রা নির্বিঘœ করতে মহাসড়কের দু’পাশের অবধৈ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) দুপুরে মির্জাপুর উপজলো নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. সেলিম রেজার নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালায়।
দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত এ উচ্ছদে অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের দুই পাশের দোকানপাটসহ অসংখ্য স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মাইন উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মো. ফারুক হোসেন ও গোড়াই ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আদিলুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সেলিম রেজা বলেন, ঈদে মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং ঘরমুখো মানুষরে যাত্রা নির্বিঘœ করতে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুুর্কী থেকে গোড়াই ক্যাডেট কলেজ পর্যন্ত দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।