গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল সদর উপজেলার ১২নং মামুদ নগর ও ২নং ভাররা ইউনিয়নে যমুনা তীরবর্তী এলাকায় নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে ৯টি গ্রাম।
স্থানীয়রা জানায়, মামুদ নগর ও ভাররা ইউনিয়নের কুকুরিয়া, সরাতৈল, নয়াপাড়া, হরিপুর, কেশবমা মাইঝাইল, আটাপাড়া, শাহজানী ও মারমাসহ অন্যান্য গ্রামের জনসাধারণ যমুনা নদীর তীরবর্তী এলাকায় পারিপার্শ্বিক করণেই অসহায়ভাবে জীবনযাপন করে আসছে। কুকুরিয়া গ্রামের আতর আলী সরকারের ছেলে আব্দুর রশিদ মাষ্টার, ওয়াজেদ আলী মোল্লার ছেলে মো. সাইফুল ইসলাম, সামছুল হকের ছেলে পান্না মিয়া, লাল মিয়ার ছেলে আব্দুল মালেক মন্ডল এরা সবাই বালু ব্যবসার সাথে জড়িত। তারা প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় ওই গ্রামগুলেঅতে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীর পক্ষে স্থানীয় মাতব্বর আলহাজ্ব মো. শওকত আলী জানান, ওই অসাধু ব্যক্তিরা নদীতীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করছে। ফলে উল্লে¬খিত গ্রামগুলো ভাঙনের হুমকিতে পড়েছে। এছাড়া সরকারি অর্থে নির্মিত যমুনা নদীর তীর রক্ষা বাধও ভেঙে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বালু উত্তোলনকারীদের বার বার নিষেধ করা সত্ত্বেও তারা দেদারছে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। ভুক্তভোগীরা জানায়, শক্তিশালী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীপাড় ভেঙে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে পূর্বদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেগে উঠা চরগুলো ধ্বসে আবার নদীগর্ভেই চলে যাচ্ছে।
এলাকাবাসীর পক্ষে মুক্তিযোদ্ধা শওকত আলী, আব্দুল করিম সরকার, আব্দুর রহমান মন্ডল ও আনসার ভিডিপি সদস্য আব্দুল গফুর মোল্ল¬া বালু উত্তোলন কাজে বাধা দিতে গেলে তাদের খুন করে লাশ যমুনায় ফেলে দেয়ার হুমকি দেয় বালু উত্তোলনকারীরা। পরে তারা টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, ওই এলাকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলে এ বিষয়টির স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।