গণবিপ্লব রিপোর্টঃ
সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৫ জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করেছে জেলা আওয়ামীলীগ।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার(৫ জানুয়ারি) সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। জেলা আওয়ামীলীগ ছাড়াও সকল সহযোগী সংগঠন ও ১৪ দলের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহকারে নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ সাহা, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, জার্মান আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির প্রমুখ।