গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের পৌরসভার কাগমারী ব্রিজ থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে বৃহস্পতিবার(৭ এপ্রিল) গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত নইমউদ্দিনের ছেলে আব্দুল খালেক (৩০), মৃত আয়নাল হকের ছেলে মো. বারেক (৩০), একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে লাভলু (২৭), দেলদুয়ার উপজেলার রুপসী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রিপন মিয়া (৩১) এবং একই উপজেলার পুটিয়াজানী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল কাশেম (২৫)।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, দেলদুয়ার উপজেলা থেকে ৩টি গরুসহ একটি পিকআপ ভ্যান ডাকাতি করে ডাকাতদল টাঙ্গাইল শহরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ কাগমারী ব্রিজের কাছে অবস্থান নেয়। পরে ডাকাত চক্রের সদস্যরা গাড়িটি নিয়ে কাগমারী ব্রিজের কাছে পৌঁছলে তাদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ডাকাতদের তথ্যের ভিত্তিতে গাড়ি ও গরুর মালিককে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রমাণ পাওয়া যায়।