স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় চার সদস্য আটককে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। রোববার (১৬ জুলাই) রাতে টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে পেপসি কোলা ডিস্ট্রিবিউটর অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার নিজগালুয়া গ্রামের আব্দুল জলিল শিকদারের ছেলে মিজানুর রহমান আজাদ (৪৬), উপজেলার সাকরাইল গ্রামের মৃত হেমায়েত হাওলাদারের ছেলে শহীদ হাওলাদার (৩০), যশোরের বাঘারপাড়া উপজেলার চানপুর গ্রামের মৃত অলিয়ার রহমানের ছেলে মো. সেকান্দার (৩২) এবং জেলার কোতয়ালী থানার লেবুতলা গ্রামের সাত্তার গাজীর ছেলে সোহেল মিয়া (২৫)।
সোমবার রাতে থানা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইল মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ নাজমুল হক ভূইয়া জানান, রোববার রাতে ডাকাতি প্রস্তুতিকালে টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে পেপসি কোলা ডিস্ট্রিবিউটর অফিসের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। বর্তমানে তাদের বসবাস ঢাকার বিভিন্ন এলাকায়।
আটককৃতদের কাছ থেকে ৩টি ছুড়ি, ১টি রামদা, ২টি স্ক্রডাইভার, ১টি কাতানী ও ২টি শাবল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এ চক্রে আটককৃত মিজানুর রহমান আজাদ ও মো. সেকান্দারের বিরুদ্ধে ২০১৩ সালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানা এলাকার ইসলামী ব্যাংক ডাকাতি ও গার্ডকে হত্যার একটি মামলা রয়েছে।