ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা নামক স্থানে মঙ্গলবার(১ ডিসেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে আধা কেজি হেরোইন, ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৯১ হাজার ২৫০ টাকা, একটি প্রাইভেট কার ও ৩টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা তারা হচ্ছেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শ্রীরামপুর গ্রামের খাইরুল আলম ও ঢাকার মিরপুরের মো. কাজল।
টাঙ্গাইল র্যাব ১২’র ৩নং কোম্পানী কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গ্রেপ্তারকৃত খাইরুল আলম আন্তঃজেলা মাদক ব্যবসার ডন হিসেবে পরিচিত। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ঢাকার বাড্ডা ও সাতক্ষীরার কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানা ওই র্যাব কর্মকর্তা।