গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে মঙ্গলবার(২৪ নভেম্বর) আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। ‘সকল ধরণের সহিংসতা বন্ধে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে’ এ স্লোগানে শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ টাঙ্গাইল ইউনিট এই কর্মসূচি পালন করে।
শহীদ মিনারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ভিক্টোরিয়া রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। ৩০ মিনিট ব্যাপি মানববন্ধন শেষে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, অধ্যাপক বাদল মাহমুদ, অধ্যাপক মাসুদুর রহমান তুহিন, কবি আশরাফ চৌধুরী, ফিরোজ আহমেদ বাচ্চু প্রমুখ।