টাঙ্গাইল ৭ মার্চ : টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। সারাদেশের মত টাঙ্গাইলেও জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক নাজনীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান রেজা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ অন্যান্য সুধীজন।
কর্মসুচীতে বিভিন্ন শ্রেণি পেশার নারীরা অংশগ্রহণ করেন ।