গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলস্থ যুগধারা কার্যালয়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার(১২ ফেব্রুয়ারি) সকালে ‘আমার সংবাদ’র চতুর্থ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। দৈনিক আমার সংবাদের টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাইসুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মু. জুবায়েদ মল্লিক বুলবুল, দি নেক্সট নিউজ’র সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন, যুগধারার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সরকার, দৈনিক সরেজমিন বার্তা’র জেলা প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল চৌধুরী, দৈনিক মানবজমিন’র কালিহাতী প্রতিনিধি শাহীন আলম, আমার সংবাদের কালিহাতী প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমুখ।