ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত ও ২৫ জন আহত হয়েছেন। বুধবার(১৫ জুন) সকালে শহরের ভিক্টোরিয়া রোডে পোস্ট অফিসের সামনে অজ্ঞাত(৪০) এক ব্যক্তি ট্রাক চাপায় নিহত হন।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, বুধবার(১৫ জুন) সকালে দ্রুত গতির একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরো জানান, নিহত ওই ব্যক্তির সঙ্গে একটি প্যান্ট ও একটি শার্ট ভর্তি ব্যাগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তি সনাতন(হিন্দু) ধর্মের লোক।
অপরদিকে, বুধবার(১৫ জুন) সকাল পৌনে ৬ টার দিকে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা নামকস্থানে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে জমেলা বেগম (৭০) নামে বাসের এক যাত্রী নিহত ও বাসের অপর ২৫ যাত্রী আহত হয়েছেন। নিহত জমেলা বেগম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত নূর উদ্দিনের স্ত্রী।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, ভোরে ঢাকাগামী জোয়ানা পরিবহনের একটি বাসের সাথে উত্তরবঙ্গগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের ২৬ যাত্রী আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জমেলা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদের মধ্যে পিকআপের যাত্রী হাফিজুর রহমান, শাহীন, ছোহরাব উদ্দিনের আবস্থা আশঙ্কাজনক।