গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত শামছুল হকের ৯৮তম জন্মবার্ষিকী সোমবার(১ ফেব্রুয়ারি) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, দুস্থ্যদের মধ্যে খাবার বিতরন, কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সম্মাননা ইত্যাদি।
স্থানীয় প্রকাশনা সংস্থা ‘ছায়াবীথি’ আয়োজিত আলোচনা সভায় ডা. মো. সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন, সাংবাদিক ও কবি আল মুজাহিদী। আলোচনা সভার উদ্বোধন করেন, করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মীর সোহরাব আলী।
এরআগে সকালে কালিহাতী উপজেলার কদিম হামজানি গ্রামে মরহুমের কবরস্থানের মাঠে দুস্থ্যদের মাঝে খাবার বিতরন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।