বুলবুল মল্লিকঃ
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যাকান্ডের তিন বছর অতিবাহিত হলেও হত্যার মূল আসামীরা সনাক্ত হলেও এখনও রয়েছে অধরা। এদিকে, সোমবার(১৮ জানুয়ারি) ফারুক আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের কলেজ পাড়ায় মরহুমের বাড়িতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে গণভোজ, মহরুমের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ, কোরআনখানি, কবর জিয়ারত, দোয়া মাহফিল, স্মরণসভা ও শোকর্যালির আয়োজন করা হয়।
সোমবার(১৮ জানুয়ারি) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের ভিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে মরহুমের কবর জিয়ারতে মিলিত হয়। পরে জেলা আ’লীগ নেতৃবৃন্দ মরহুম ফারুক আহমদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। বিকালে শহীদ মিনার প্রাঙ্গণে অঅয়োজিত স্মরণসভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংসদ ছানোয়ার হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র জামিলুর রহমান মিরন, মরহুম ফারুক আহমদের স্ত্রী নাহার আহমদ, আ’লীগ নেতা খ. আশরাফুজ্জামান স্মৃতি, শাজাহান আনছারি, জার্মান আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনি, জেলা তাঁতীলীগের আহ্বায়ক সোলায়মান হাসান সহ আ’লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে, পুলিশের দীর্ঘ তদন্তে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমদের হত্যারহস্য উন্মোচিত হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে হত্যার নেপথ্যের নায়কদের নাম-পরিচয়। হত্যাকান্ডে জড়িত প্রধান অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী। মামলার তদন্তের এক পর্যায়ে তাদের পরিচয় প্রকাশ হওয়ায় পরই তারা আত্মগোপণে চলে যান।
পুলিশ সূত্র জানায়, ২০১৪ সালের ১১ আগস্ট শহরের বেবিস্ট্যান্ড থেকে ফারুক আহমদ হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় আনিসুল ইসলাম রাজাকে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলী নামে আরো একজনকে গোয়েন্দা পুলিশ একই বছরের ২৪ আগস্ট গ্রেপ্তার করে। তারা দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে উল্লেখ করা হয়, ফারুক হত্যাকান্ডে টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের চার ভাই সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা জড়িত রয়েছেন।
পুলিশ সূত্র আরো জানায়, আদালতে দেয়া জবানবিন্দতে রাজা জানান, ঘটনার দিন (২০১৩ সালের ১৮ জানুয়ারি) সংসদ সদস্য আমানুর রহমান খান রানা বিশ্বস্ত রাজাকে দায়িত্ব দেন ফারুক আহমদকে আওয়ামী লীগ অফিস থেকে কলেজপাড়া তার একটি ব্যবসা প্রতিষ্ঠানে(মতান্তরে টর্চার সেল) ডেকে আনার জন্য। আওয়ামী লীগ অফিসে যাওয়ার সময় পথেই রাজার সঙ্গে ফারুক আহমদের দেখা হয়। রাজা তখন নিজের রিকশা ছেড়ে ফারুক আহমদের রিকশায় উঠেন এবং তাকে সাংসদের ওই প্রতিষ্ঠানে নিয়ে যান। সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া নিয়ে ফারুক আহমদের কথা হয়। এক পর্যায় ফারুক আহমদকে ওই পদে প্রার্থী না হওয়ার অনুরোধ করেন তারা। ফারুক আহমদ এতে রাজি হন নি। এ বিষয়ে কথা বলার এক পর্যায়ে ফারুক আহমদ সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে তাকে গুলি করা হয়। পরে অন্যরা তার মুখ চেপে ধরেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর প্রভাবশালী সাংসদের নির্দেশে সেখানকার রক্ত মুছে ফেলা হয়। পরে একটি অটো রিকশায় ফারুক আহমদের মরদেহ নিয়ে রাজাসহ দু’জন দু’পাশে বসেন এবং ফারুক আহমদের বাসার কাছে ফেলে রেখে আসেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ফারুক আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় তার কলেজপাড়া বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তিনদিন পর ফারুক আহমদের স্ত্রী নাহার আহমদ বাদি হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি টাঙ্গাইল থানা পুলিশ তদন্ত করলেও পরে এ মামলার তদন্তভার টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশকে দেয়া হয়।