গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির উদ্যোগে তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার(৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি(বাপসা) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. সোহেলুর রহমান, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সোহরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক নৃপেন কুমার দাসসহ সংগঠনের বিভিন্ন স্থরের নেতা ও ইউনিয়ন পরিষদ সচিবরা।
উল্লেখ্য, তিন দফা দাবির মধ্যে রয়েছে, ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তা মর্যাদা প্রদান, বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদান ও ইউনিয়ন পরিষদ সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান।