গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল সদর উপজেলার পাছবেতর গ্রাম থেকে সোমবার(৮ আগস্ট) রাতে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার কয়রাহাটি গ্রামের হাছেন আলীর ছেলে আব্দুল হাকিম (২৮) ও একই উপজেলার পাছবেতর এলাকার হেকমত আলীর ছেলে মাসুদ (২৫)।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিল্লাল হোসেন ভূঁইয়া জানান, সোমবার(৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পাছবেতর বাজার থেকে ৫০০ পিস ইয়াবাসহ আব্দুল হাকিম ও মাসুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।