বুলবুল মল্লিক:
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ফারুক হত্যা মামলায় সাংসদ আমানুর রহমান খান রানা ও তাঁর ৩ ভাই সহ ১৪ জনের নামে আদালতে চার্জশিট দাখিলের পর টাঙ্গাইল শহরে একদিকে স্বস্তি প্রকাশ করা হচ্ছে অন্যদিকে এমপি রানা সহ তাঁর ভাইয়েরা ফিরে এসে পুনরায় স্বমূর্তিতে আবির্ভূত হওয়ার আশঙ্কায় নানা কানাঘুষা চলছে। অপরদিকে সাংসদের নির্বাচনী এলাকা ঘাটাইলে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সহ নির্যাতিত আওয়ামী পরিবারের পক্ষ থেকে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) দাখিলকরা চার্জশিটে স্বস্তি প্রকাশ করে পলাতক অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও মামলটি দ্রুত বিচারে নেয়ার দাবি জানানো হয়েছে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের বলেন, দাখিলকরা চার্জশিটে টাঙ্গাইলবাসী খুশি, নেতা-কর্মীরা খুশি, আমরাও খুশি। এমপি রানা ও তাঁর ভাইয়েরা টাঙ্গাইলে সন্ত্রাসের ‘সা¤্রাজ্য’ গড়ে তুলেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোভাবের কারণে বর্তমানে সন্ত্রাসের সা¤্রাজ্য ভেঙ্গে খান খান হয়ে গেছে। তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ফারুক আহমদ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান। এমপি রানা ও তাঁর ভাইদের ফিরে আসা এবং স্বমূর্তিতে আবির্ভূত হওয়ার কানাঘুষাকে তিনি উড়িয়ে দিয়ে বলেন, আওয়ামীলীগে সন্ত্রাসীদের কোন জায়গা নেই তা আবারও প্রমাণিত হয়েছে। দ্রুতই জেলা আওয়ামীলীগের নেতাদের সাথে কথা বলে ‘খান’দের আওয়ামীলীগ থেকে বহিস্কারের বিষয়ে সভা করা হবে।
নির্যাতিত আওয়ামী পরিবারের আহ্বায়ক ও নিহত ফারুক আহমদের স্ত্রী নাহার আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন এ চার্জশিট তারই প্রতিফলন। মামলটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ এবং সাংসদ আমানুরসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। তিনি বলেন, এমপি রানা ও তাঁর ভাই সাবেক মেয়র মুক্তি ঢাকায়ই আছেন বলে জানতে পেরেছি। অনেকে তাঁদের ঘোরাফেরা করতেও দেখেছে। তারপরও পুলিশ কেন তাঁদের গ্রেপ্তার করতে পারছে না, তা বুঝতে পারি না। চার্জশিটে সত্যের প্রতিফলন ঘটেছে, খুনীদের মুখোশ উন্মোচিত হয়েছে। এতে টাঙ্গাইলবাসী খুশি হয়েছে।
এদিকে, এমপি রানা ও তাঁর ৩ ভাই সহ ১৪ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করায় ‘খান ভাই’দের শহরে ফিরে আসার পথ সুগম হয়েছে বলে মনে করছেন ‘খান পরিবার’-এর সমর্থকরা। তাদের ধারণা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে উচ্চ আদালত ও নিম্ন আদালতের জামিন পেয়ে ‘খান ভাইয়েরা’ আবার আগের অবস্থানে ফিরে আসবে। খান সাম্রাজ্যের কুশীলবরা তাদের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। এ নিয়ে টাঙ্গাইল শহরে ব্যাপক কানাঘুষা হলেও কেউ প্রকাশ্যে কোন মন্তব্য করছেন না। খান পরিবারের ঘনিষ্ঠজনদের সাথে কথা বলেও একই প্রতিক্রিয়া জানাগেছে। তারা বলছেন, সময় আসছে তখন খোলামেলা কথা বলবেন, আপতত তারা কোন মন্তব্য করবেন না।
অপরদিকে, আ’লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলায় এমপি রানার বিরুদ্ধে চার্জশিট দেয়ার খবরে ঘাটাইলে এমপি রানা ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনার এক পর্যায়ে বুধবার(৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এমপি রানার সমর্থক ৩ নম্বর জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিং ও লেবু সমর্থক ছাত্রলীগ নেতা তমালের বাড়িঘর ভাংচুর করা হয়। এর প্রতিবাদে ঘাটাইল বাসস্ট্যান্ড চত্তরে উভয় গ্রুপ বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি) সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি আহ্বান করে। একই স্থানে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি আহ্বান করায় উপজেলা নির্বাহী অফিসার আসমা আরা বেগম ঘাটাইল পৌর শহরে বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম লেবু ১৪৪ ধারা ভেঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে এমপি আমানুর রহমান খান রানাকে ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান। তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বহিষ্কার না করা হলে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার(৫ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সমর্থকরা ১০-১২ জন করে ভাগ হয়ে উপজেলা সদরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। উভয় গ্রুপের তৎপরতায় উপজেলায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। র্যাব-পুলিশের টহল থাকলেও যে কোন সময় রক্ষক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।
জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মাহফীজুর রহমান জানান, সাংসদ আমানুর রহমান খান রানার ভাই ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) মালয়েশিয়ায় এবং অপর ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা থাইল্যান্ডে অবস্থান করছেন বলে তথ্য রয়েছে। এমপি রানা ও তাঁর ভাই সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি ঢাকায় আত্মগোপণে আছেন। অন্য আসামিরা দেশে আছেন বলে তারা ধারণা করছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, আসামিরা অত্যন্ত কৌশলে দেশ-বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। তারা খুবই চতুর। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, মামলাটি আলোচিত; এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেয়ার জন্য জেলা ম্যজিস্ট্রেটের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। মামলাটি টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক আবু ওবায়েদ খানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। পরে এই মামলাটি টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশকে দেয়া হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক অশোক কুমার সিংহ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়ে সংসদ সদস্য রানার ঘনিষ্ঠ সহযোগী রাজা ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তারা ফারুক আহমেদ হত্যাকান্ডের ঘটনার বর্ণনা দেন। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই ঘটনার পর সংসদ সদস্য রানা ও তার ভাইয়েরা আত্মগোপন করেন। এই মামলায় রানার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ গত বুধবার(৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অফিসার ইনচার্জ গোলাম মাহফীজুর রহমান টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তাঁর ৩ ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জনকে আসামি করে টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার চার ভাই ছাড়াও তাদের পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কবির হোসেন, আনিসুল ইসলাম রাজা, মোহাম্মদ আলী, মো. সমীর, ফরিদ আহমেদ, সংসদ সদস্য রানার দাড়োয়ান দাঁতভাঙা বাবু, আলমগীর হোসেন চাঁন, নাসির উদ্দিন নুরু, ছানোয়ার হোসেন ছানু এবং সাবেক পৌর কমিশনার মাসুদুর রহমানকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া এই মামলায় আগে গ্রেপ্তার হওয়া পৌর কাউন্সিলর সফিকুল হক শামিম, মো. ফজলু ও ফিরোজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল হক প্রতিপক্ষের হামলায় খুন হওয়ায় তাকেও অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে।