গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চার মেয়র প্রার্থী জনগণের মুখোমুখি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে রোববার (২৭ ডিসেম্বর) বিকালে শহীদ মিনারে অনুষ্ঠিত মুখোমুখি অনুষ্ঠানে হাজির হয়ে তারা জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের ভবিষ্যত কর্মপরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরেন।
প্রতিদ্বন্দ্বি চার প্রার্থীই জবাবদিহিমূলক পৌরসভা গঠণের প্রত্যয় ব্যক্ত করেন। নগরায়ন, বিশুদ্ধ পানি নিশ্চিত করা, রাস্তাঘাট মেরামত করা, নতুন রাস্তা করা, পয়নিস্কাশন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সন্ত্রাস-চাঁদাবাজি-টেন্ডারবাজি, মাদক, ভূমিদখলসহ অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করার প্রতিশ্রুতি দেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইলের সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জামিলুর রহমান মিরন, বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল কাদের, খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী হাসানাত আল আমিন, সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার, সুজনের কেন্দ্রীয় কর্মকর্তা সৈকত শুভ্র আইচ মনোন, সহ-সভাপতি বাদল মাহমুদ, হারুন অর রশীদ প্রমুখ।
প্রার্থীরা নির্বাচনে জয়-পরাজয় যাই হোক সকল প্রার্থীই সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে ভোটাররাও সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট প্রদানে শপথ গ্রহন করেন।