টাঙ্গাইল ১ মার্চ :টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের এক শ্রমিক সর্দারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার লতিফপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মো. শামছুল হক (৫০) দেলদুয়ার উপজেলার কৈজুরী এলাকার দুখু মিয়ার ছেলে।
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের এএসআই মো. নবীন গণবিপ্লবকে বলেন, প্রতিদিনের ন্যায় শামছুল হক টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ অফিসে কাজ শেষে রাতে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে নিজ বাড়ি দেলদুয়ার উপজেলার কৈজুরী ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার লতিফপুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এক পর্যায়ে শামছুল হককে আটকে রেখে তার সাথে থাকা অপরযাত্রী মো. হালিম মিয়া ও অটো চালককে দ্রুত চলে যেতে বলেন তারা। ঘটনাটি আঁচ করতে পেরে অটো চালক ও অপর যাত্রী স্থানীয় লোকজন ডাকতে থাকেন। কিন্তু দুর্বৃত্তরা শামছুল হককে বেদম পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়।
এএসআই মো. নবীন গণবিপ্লবকে বলেন, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।