স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলে এটিএন বাংলার ২০তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকালে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্যদিয়ে এটিএন বাংলার ২০তম বর্ষপূতি অনুষ্ঠান জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্বরণে উৎসর্গ করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য আরো রাখেন, এটিএন বাংলা টাঙ্গাইল জেলা দর্শক ফোরামের সভাপতি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার জহিরুল হক ডিপটি, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন হায়দার, জেলা মুক্তিযোদ্ধা সহকারি কমান্ডার জয়নাল আবেদীন ফারুক, সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মোশারফ হোসেন সিদ্দিকী (ঝিন্টু), এটিএন বাংলা টাঙ্গাইল জেলা দর্শক ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক বিপ্লব। স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলার নিজস্ব প্রতিবেদক মো. নাসির উদ্দিন।