গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার দেহরক্ষী সমিরকে বুধবার(১১ নভেম্বর) গভীর রাতে শহরের পুর্বআদালত পাড়া থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। সমির বিশ্বাস বেতকা গোডাউন ব্রিজ এলাকার তমিজ উদ্দিনের ছেলে। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার আসামী।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ গোলাম মাহফীজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বআদালত পাড়ার ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার(১২ নভেম্বর) বিকালে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত রিমান্ডের শুনানীর জন্য আগামী রোববার(১৫ নভেম্বর) দিন ধার্য করেছেন। আটককৃত সমির জেলা আ’লীগের জনপ্রিয় নেতা ফারুক আহমদ হত্যা মামলার আসামী ও এমপি রানার দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও জানান ওসি।