ঘাটাইল প্রতিনিধি :
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ঘাটাইল বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মজিবর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান খান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লিটন সরকার, ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল প্রমূখ।