গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্র্তি পালিত হয়েছে। সোমবার(১৮ জানুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু শেখ মুজিব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার এএসপি মহিউদ্দিন ফারুকী, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ সভাপতি শাসসুদুল আক্তার শামীম, এশিয়ান টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফা, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।