গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত ভাসানীর দরবার হলে মঙ্গলবার(৫ এপ্রিল) বিকালে ঐতিহাসিক কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ ভাসানী) এ সম্মেলনের আয়োজন করে।
কৃষক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট(এনডিএফ) ও ন্যাশনাল পিপলস পার্টি’র(এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন মুন্না, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাসরত খান প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, কৃষক, শ্রমিক, কামার-কুমার, তাঁতীদের অর্থনৈতিক অধিকারের জন্য আন্দোলন করার কেউ নেই। দেশে এখন কৃষকদের জন্য মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর মত কোন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে না। তাদের দুঃখ দূর্দশা লাঘব করার জন্য বর্তমান সরকারকে আরও উদ্যোগ নিতে হবে।
সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকরা যোগ দেয়।