গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ওপর শ্রম আইন প্রয়োগের নোটিশ পেয়ে তাঁত সমৃদ্ধ এলাকায় তোলপাড় শুরু হয়েছে। শ্রমিক কল্যাণ, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা আইন ১৯৭৯ বাস্তবায়নে সম্প্রতি তাঁত সমৃদ্ধ এলাকার শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের কাছে একটি নোটিশ দেয় টাঙ্গাইলের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এতেই তোলপাড় সৃষ্টি হয়।
নোটিশে বলা হয়, ‘শ্রম আইন ২০০৬’-কে ‘শ্রম সংশোধন আইন ২০১৩’-তে রূপান্তর করতে সকল তাঁত শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের পৃথক লাইসেন্স করতে হবে। কর্মচারিদের তথ্য-উপাত্ত রেজিস্টার বহিতে লিপিবদ্ধ রাখতে হবে, কর্মচারিদের স্থায়ীকরণ ও শিফট ভিত্তিক কাজের সুবিধা নিশ্চিত করতে হবে।
নতুন আইন অনুযায়ী অতিরিক্ত কাজের (ওভার টাইম) জন্য শ্রমিকদের দ্বিগুণ বেতন দিতে হবে, কাজ শুরু ও প্রস্থানের সময় রেজিস্টারে লিপিবদ্ধ রাখতে হবে, প্রত্যেক শ্রমিককে সার্ভিসবুক চালু রাখতে হবে, চিকিৎসাভাতা দেয়া চালু করতে হবে, শ্রমিকদের ছবিসহ আইডি কার্ড তৈরি বাধ্যতামূলক করতে হবে, নিজস্ব উদ্যোগে কমপক্ষে পাঁচটি তাঁত থাকলে তাকে নিয়িমত কর প্রদানসহ বাধ্যতামূলক লাইসেন্স করতে হবে।
নতুন আইন প্রয়োগে খুশি হয়েছে স্থানীয় তাঁত শ্রমিকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁত শিল্পের সাথে কর্মরত শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে লাভের অসম বণ্টন হয়ে আসছে। অধিকাংশ শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। এতে গত কয়েক বছরে জেলার অর্ধেক তাঁত বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত হলে আবার এই পেশায় ফিরে আসবে পুরোনো তাঁত শিল্পীরা। শুরু হবে এ অঞ্চলের চিরচেনা সেই খট্ খট্ সুর।
এদিকে, তাঁত মালিকরা বলছেন উল্টো কথা। তারা বলছেন, দু-একটি তাঁত চালিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এজন্য কমপক্ষে ৫-৭টি তাঁত চালু রাখলে নিজেরা গাঁয়ে-গতরে খেটে ২-৩জন শ্রমিককে মজুরি দিয়ে কিছুটা হলেও টাকা-পয়সা থাকে। তবে ৫টি তাঁতের জন্য যদি লাইসেন্স করতে হয় তাহলে তাঁত বন্ধ করে দিতে হবে।
টাঙ্গাইল তাঁত শিল্পি সমিতির সাবেক সভাতি ও শাড়ি ব্যবসায়ী রঘুনাথ বসাক জানান, পাওয়ারলুম কারখানা আর হস্তচালিত তাঁতের মধ্যে পার্থক্য অনেক। এতদাঞ্চলের পাওয়ারলুম গুলো ক্ষুদ্র শিল্পের আওতায় পড়লেও হস্তচালিত তাঁত কুটির শিল্প। এগুলো নিজে ও পরিবার এবং প্রতিবেশিদের নিয়ে চালানো হয়। প্রতি বাড়িতে সামান্য কয়েকজন করে শ্রমিক কাজ করছে। মিল কারখানা, পাওয়ারলুম বা গামেন্টস ফ্যাক্টরির শ্রমিকদের মতো সব নিয়ম-নীতি তাঁতশিল্পে চাপিয়ে দেয়া অনৈতিক হবে।
তিনি আরও বলেন, পাঁচটা তাঁত চালু রাখলে যদি লাইসেন্স করতে হয় তাহলে অধিকাংশ তাঁত বন্ধ হয়ে যাবে। কারণ দু-একটা তাঁত চালিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়বে। শাড়ি ব্যবসায়ীদের বিষয়ে তিনি বলেন, টাঙ্গাইল শাড়ি একটি মৌসুমী ব্যবসা। ঈদ বা পুজোর সময় ব্যবসা জমে। সারা বছর শো-রুমগুলোর সেলসম্যানদের পর্যাপ্ত কাজ থাকে না, মালিক পক্ষ বেতনও ঠিকমতো দিতে পারেনা। এ আইন চাপিয়ে দিলে অনেক শো-রুম কর্মচারি ছাঁটাই করতে বাধ্য হবে বলে তিনি মনে করেন।
অপরদিকে, নোটিশের ব্যাপারে জেলার তাঁতীদের স্বাক্ষর নেয়া হচ্ছে। তাঁত সমৃদ্ধ এলাকাগুলোতে দফায় দফায় বৈঠক হচ্ছে। অচিরেই স্বাক্ষর সম্বলিত স্মারকপত্র নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক হবে বলে স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রমতে, বৈঠকে সমন্বয় না হলে জেলার সব তাঁত মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা আন্দোলনের ডাক দেবেন।
টাঙ্গাইল তাঁত শিল্পি সমিতির আহ্বায়ক বিবেক বসাক জানান, টাঙ্গাইলের তাঁত শিল্প একটি হস্তশিল্প। এখানে কোনো কারখানা নেই। নিজস্ব উদ্যোগে বসতবাড়িতে গড়ে উঠেছে তাঁত শিল্প। মেশিন চালিত কারখানার আইন কানুন হস্তচালিত কুটির শিল্পের ওপর চাপিয়ে দিলে টাঙ্গাইলের তাঁতশিল্প বন্ধ হয়ে যাবে। জেলার প্রায় ৮০ হাজার তাঁতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিন থেকে সাড়ে তিন লাখ লোক জীবিকা নির্বাহ করছে। এ শিল্পের সাথে সংশ্লিষ্ট দরিদ্র তাঁতীরা পথে বসবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের টাঙ্গাইল জেলা উপ-পরির্শক মো. মোস্তাফিজুর রহমান জানান, সরকারি নির্দেশনা জানাতেই পত্রটি পাঠানো হয়েছে।
এ অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিদর্শক (যুগ্ম-সচিব) মো. শামসুজ্জামান ভূইয়া জানান, মেশিন চালিত তাঁত হলে লাইসেন্স বাধ্যতামূলক। তবে হস্তচালিত তাঁত হলে ভিন্ন কথা। তবে শ্রমিক রেজিস্টার রাখার পরামর্শ দেন তিনি।