গণবিপ্লব রিপোর্টঃ দুর্ঘটনারোধে মহাসড়কে ছোট যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ও সিএনজি চালিত অটো রিকশা আটকের প্রতিবাদে জেলা অটোরিকশা অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট আহ্বান করেছে।
শ্রমিকরা জানায়, ১ আগস্ট(শনিবার) মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার কারণে দুর্ঘটনা ঘটছে না। বরং উত্তরাঞ্চল ও স্থানীয় দু-একটি পরিবহনের চালকদের বেপরোয়া গতি ও মাত্রাতিরিক্ত ওভারটেকিংয়ের কারণে মহাসড়কে প্রায়শঃই দুর্ঘটনা ঘটছে। আথচ সমস্ত দোষ সিএনজি চালিত অটোরিকশার উপর চাপিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে এবং শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়ক পাড়ি দিয়ে স্থানীয় সড়কে যাওয়ার সময় শতাধিক সিএনজি চালিত অটোরিকশা টাঙ্গাইল জেলা পুলিশ আটক করেছে। টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়নের জেলা কার্যালয়ে তাৎক্ষণিক সভা করে জেলায় রোরবার সকাল ৬টা থেকে একটানা ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘট আহ্বান করা হয়েছে। পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও শ্রমিকরা হুশিয়ারি দিয়েছে।
টাঙ্গাইল জেলা অটোরিকশা অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মহসিন সিকদার ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।