স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের সদর উপজেলার বেতবাড়ী গ্রামে আব্দুল গফুর মন্ডল (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল মডেল থানার পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি সদর উপজেলার বেতবাড়ী গ্রামের মৃত বক্স মণ্ডলের ছেলে। টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই কৃষক বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যাচ্ছিলো না। পরদিন সকালে স্থানীয়রা ওই কৃষকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।