গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের টঙ্গীস্থ আবেদা মেমেরিয়াল হসপিটাল(প্রা.)-এর সৌজন্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সদর উদ্দিন, আবেদা মেমোরিয়াল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইফতেখার হোসেন সিরাজী, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আবু কাউসার সরকার।
জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী বাহালুল হক নিপুর সভাপতিত্বে মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী জেলার সিভিল সার্জন ও আবেদা মেমোরিয়াল হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. ইসমাইল হোসেন সিরাজী এবং জেলঅ প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. শহীদুর রহমান লিটন। সভা পরিচালনা করেন, জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনম বজলুর রহীম রিপন। মতবিনিময় সভায় জেলার তিন শতাধিক ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের মালিক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।