
টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল, চোলাই মদ ও গাঁজাসহ ৫জনকে আটক করেছে র্যাব। সোমবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল, ৯৮ লিটার চোলাই মদ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য সোমবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার পোড়াবাড়ী বাজারের সোনা মিয়ার মার্কেটে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই মার্কেটের ব্যবসায়ি মো. মুকুল মন্ডল (৪৯) এর গুদাম ঘরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩০ কেজি ওজনের সরকারী খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ (দশ) বস্তা চাউল পাওয়া যায়। এ অপরাধে মো. মুকুল মন্ডল (৪৯)কে আটক করা হয়। আটককৃত মো. মুকুল মন্ডল বড়বেলতা গ্রামের মৃত সিদ্দিক মন্ডলের ছেলে।
ভোরে পৌর শহরের কান্দাপাড়া এলাকায় অভিযান চালি ৯৮ লিটার চোলাই মদসহ শংকর রবি দাস (৫০) ও সুশান্ত রবিদাস (২৭) নামের দুই মাদক ব্যবসায়ি আটক করা হয়। আটককৃত শংকর রবি দাস (৫০) কান্দাপাড়ার প্রয়াত সহতি রবিদাস এর ছেলে ও সুশান্ত রবিদাস (২৭) প্রয়াত কৃষ্ণ রবিদাস এর ছেলে। পরবর্তীতে রাবনা বাইপাসে এলাকায় অভিযান চারিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. রুবেল (৩২) ও মো. সুমন মিয়া (২২) নামের দুই যুবককে আটক করে র্যাব সদস্যরা। আটককৃত মো. রুবেল (৩২) বি-বাড়ীয়া জেলার হরিপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে ও মো. সুমন মিয়া (২২) কসবা উপজেলা সাগরতলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
র্যাব কমান্ডার আরও জানান, উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগণকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, বাংলাদেশ সরকার কর্তৃক নাম মাত্র ১০ টাকা মূল্যে গরীব দরিদ্রদের জন্যে সরবরাহকৃত চাল বেশী মুনাফা লাভের আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে বেশী দামে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের নিকট বিক্রয় এবং দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ ও গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবিদের নিকট বিক্রয় করে আসছে। ধৃত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ০৩টি মামলা দায়ের করা হয়েছে।