গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল শহরের বাসস্টেশন ও বাজারে ছিন্নমূল মানুষের মাঝে বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) গভীর রাতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে টাঙ্গাইল-৫(সদর) আসনের সাংসদ মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও নব নির্বাচিত মেয়র জামিলুর রহমান মিরন বাস স্টেশন ও বাজারের বারান্দা এবং খোলা জায়গায় ঘুমিয়ে থাকা শীতার্ত ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।